কেউ কথা দিয়েছিলঃ
দেবব্রত তাঁতী
কথা ১ঃ
তোমার মধ্যে এক অদ্ভুত ব্যাপার রয়েছে
সঙ্গী হিসেবে কাজল থাকলেও আমার পক্ষে
অন্য কাউকে সঙ্গী হিসেবে ভাবা অসম্ভব
নুপুর পায়ে চলতে ভীষণ ভালোবাসি ,
তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
সমস্ত সাহায্যে বাড়িয়ে আছি হাত ।
কথা২ঃ
দোলনায় দুলতে দুলতে বড়ো হয়ে উঠেছি
অথচ এখনো মায়ের পাশে ঘুমায় তাই
রাতে বেশি কথা বলতে পারবো না ।
আমাকে পেতে গেলে আমার কথা মেনে নিতে
আর কিছু শর্ত রয়েছে
কথা ৩ঃ
নিজেই যদি নিজের কাছে ছোটো হয়ে যাও
তবে সামনের রাস্তা অবরুদ্ধ
তুমি শুধু এগিয়ে যাও , আমি আছি পাশে
যা হচ্ছে হতে দাও , সামনে তাকাও
প্রথমে নিজের দূর্বলতা কাটিয়ে ওঠো
এতো ঋণাত্মক মন নিয়ে তো
কিছুই করে উঠার পূর্বে হোঁচট খাবে
তা ভালোবাসবে কিভাবে ?
কথা৪ঃ
আমি একটু দেমাকী, যা ইচ্ছে তাই করি
আমি একটু ভিন্ন , নাটক জানিনা , বুঝিনা
আমি অহংকারী , সামলানো অসুবিধা
আমি বাঙাল , কিন্তু রাঁধতে শিখিনি
শাড়ি পড়তে জানিনা , প্রেম ভালবাসা বুঝিনা
মন নেই, শরীরের গন্ধ রয়েছে , সন্ধ্যেতে
এসো দেখা হবে । তখন মাথা থেকে পা পর্যন্ত
দেখো আর যা ইচ্ছা করো বুঝেছো
শরীরে রসকোষ এনো , কিছু বলো
যাও তো তোমার দ্বারা কিছুই হবেনা দেখছি ।
বিদায় । ভালো থেকো ।