Monday, July 10, 2017










স্বপ্নবালিকা।
সুপ্রীতি বর্মন


রোগাপ্যাংলা একরত্তি শরীর যেন কোন উজান গাঙে অস্থিরমতি যৌবনের নতুন সাঁকো। ছাপোষা মধ্যবিত্ত ঘরের ছেলে তাই টাকা সঞ্চয়ে বাতিক ভাবে হাতের নস্যি করে তার অপোগন্ড পিতা যেমন কেচ্ছাবিলাসে উড়িয়ে দিয়েছে অফুরন্ত বালি তরঙ্গোচ্ছ্বাসে সংসারের লালিমা আর আধিক্য এক লহমায়।ছাদ ফুঁড়ে মাথায় বজ্রপাত ভাগ্যের পরিহাস এই টানাপোড়েন। তাই সুদীপ খসে পড়েছে ইতস্ততঃ বিক্ষিপ্ত কবে হবে তার তারা হওয়ার দিন।এদিকে বলা নেই কওয়া নেই তার মাথার উপর অনাবিল স্রোত ক্রেডিট নেওয়া যার স্তুপ কমে যাওয়ার বদলে ক্রমবর্ধমান তার গতি।স্বত্তাগুলো ব্যার্থতার দিনগুলোতে নখের আঁচড়ে যবনিকা পতন হল প্রায়।চারচাকার উইন্ডস্ক্রীনের আবছা কাঁচের ফ্ল্যাশ তার অন্তস্থলে প্রতীকী তার স্বপ্নবালিকা।
তার কি অপরূপ কায়া কি মন্ত্রমুগ্ধ দৃষ্টির চাউনি শক লাগলো শরীর বেয়ে বিদ্যুৎ এ আবিষ্ট হয়ে যায় সে অন্তর্বাসে।ইলশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তার উত্তরনের দিশা শৈল্পিক সুষমায় অজন্তা ইলোরার অঙ্গের খাঁজে সে আত্মতৃপ্ত ঐ অপরূপ সোঁদা মাটির ঘ্রান সতেজ হল যেন সে।মড়ক লাগা গাছগাছালি শুষ্ক আলজিভে অভিসারের অধরাতে রসে বিহ্বল থই পায় না আলাপচারিতায় হুটোপাটি।হাজার দুর্বিপাকে অস্থিরমতি harrass করা উচাটন খেয়াল আর কথায় কথায় তার overreact but in no sense.
তবুও প্রতি অধরাতে তার উচ্ছিষ্ট পাওনা তাচ্ছিল্যের হাসি।গা ছমছমে মানসিক দুর্বলতা হাজার গোছা রক্ষাকবচ ঝুলতে লেগেছে ঢ্যাঙার মতন।সুখ অসুখের দ্বিচারিতা নির্বিকারভাবে বিড়বিড় প্রলাপ।পরিত্যক্ত প্রাঙ্গনে বৈরাগ্যের বাতাস মেঘ ছেঁড়া বিদ্যুতের প্রশয় বৃষ্টির স্নিগ্ধ পরশ তার একঘেঁয়েমি তার লাগে অনবরত ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে ধারাপাতে।ওদিকে আধডোবা মনে বেজে উঠতে লেগেছে ধামসা মাদল আর লাল সুড়কি চৌরাস্তার বাঁকে এক অপরূপ তন্বী।আনন্দে আপ্লুত আর ভ্রুপল্লব মেলে উড়াল মরালীরা।আজ যেন ছুটির সঙ্গে অন্যরকম বোঝাপড়া চায়ের দোকানে বাউন্ডুলে বাতাস আর জমাটি আড্ডায় সিগরেটের ধোঁয়ায় নেশার মজলিস আর পরকীয়া চা।প্রবল ঝড় আর বৃষ্টিতে গা হিম আর শেষ মাথা গোঁজার ঠাঁই ঝাঁপ ফেলে দেবার উপক্রম।ধিকিধিকি আগুনে নববধূর সীমান্ত রাঙানো ভয় শুধু সিঁদুরে কোলাজ দৃশ্য আমার স্বপ্নবালিকা।ওদিকে দগ্ধ ঠোঁটে তার নিরীক্ষনের আধিক্য।ওদিকে জমাটি মেঘ আনমনে পকেটে দেয় হাত আর পায় তার দীর্ঘদিনের সঞ্চয় সেই চুম্বনে সিক্ত আকাচা রুমাল।চিবুকে বসায় পায় আদ্যোপান্ত চুকিতকিত শৈশবের ইচ্ছেনদী।হঠাৎ ঝাপসা স্মৃতির হাতছানি।দূরে মড়ক লাগা গাছগাছালির অস্তরাগের ফাঁকে তরঙ্গোচ্ছাসে উথাল পাতাল স্বপ্নবালিকা।যেন কোন আকর্ষনে ধেয়ে গেলাম তার দিকে।দগ্ধ ঠোঁট দীর্ঘদিনের শুষ্ক আলজিভ অভিসারের মাদকতায় liplock e hangover. নেলপালিশের রঙীন বিদ্যুত হৃদয় তমসার সাঁঝে আর দীর্ঘক্ষন আমি আবিষ্ট আত্মসাৎ আমার সাবধানী স্বত্তা তোমার অন্তর্বাসে।

No comments:

Post a Comment