Saturday, October 31, 2020


 

 

 

 

 

 

 

 

মহামায়ার নানান রূপ  

 মাম্পী রায়


কালি কালি মহাকালি
    কালিকে মা ভক্ত তারিনি 
শঙ্খ ধারক, সিংহারোহীনি
    ত্রিশূল বাহক, ত্রিনয়না তুমি
চন্ড-মুন্ড মা ভবতারিনি।।

    কপালকুন্ড, অম্বিকা তুমি,
মুন্ডমাল্য গলে মা চন্ডি কপালিনি
    পান,শুপারি,লং,নারিকেল 
ভেদি মা তোমায় হে বিপদতারিনি।।

    শ্বেত,রক্ত,শ্যাম বর্ণা ভগবতী তুমি 
শ্যামা নামে ডাকি হে খরগ ধারিণী।
     রক্তবিজ, মধুকোটপ, নিশুম্ভ-শুম্ভ
          দস্যু সংহারি,
প্রসারিত  জিহ্বা শিবের আননে
      লজ্জিত তুমি বন বিহারিনী।।

কালি কালি মহাকালি 
    ডমরু ধারিনি মা শস্ত্র ধারিনী।।
কালি কালি মহাকালি
       নমামি চন্ডিকা ভক্ত তারিনি।।

 

No comments:

Post a Comment