কেবলই চোখ পড়বে
তৌফিক ইমরোজ খালেদি সরদার
তুমি নিশ্চিন্তে হেঁটে যাও পাশ দিয়ে
দাঁড়িয়ে থাকো বাসে ট্রেনে
তুমি নাভি-ঊরু অনাবৃত রেখে
নিশ্চিন্তে বসে থাকো সৈকতে-রাস্তায়-ফুটপাথে,
মন চাইলে তোমার দিকে চেয়ে দেখতে পারি
তোমার পিঠ- নাভি কিংবা আরো কিছু..
হয়তো চোখ পড়বে তোমার অর্ধ আবৃত স্তনে
তোমার মাতৃত্বে
কেবলই চোখ পড়বে
তুমি নিশ্চিন্তে হেঁটে যাও পাশ দিয়ে।
No comments:
Post a Comment