Monday, October 5, 2020

 













রায়মাটাং-দুই

সুজাতা পাল বসু

 

নিরাপত্তাহীন সারারাত মেঘভাঙা জল

ঘুটঘুটে অন্ধকার-সিটকিনিগুলো বেহাল

দুজোড়া চোখের পাতা উৎকর্ণ- গোনেপ্রলয়েরকাল

দরজায় বুঝি সহস্র বৃংহন

চালচুলোহীন এ তল্লাট হয়ে যাবে

সাফ একেবারে

ধ্বসে যাবে সৃষ্টি যা কিছু

বৃদ্ধ তক্ষক বলেতক্কেতক্কে থাকো

অবিমৃশ‍্যকারিতার আক্ষেপ-কচি ফলের মায়া

কখন যেন একটু লেগেছে পাতা

হঠাৎ নরম হাতের আদর-সূর্য ডাকছে -ওঠো

পাখিদের গলায় জীবনের গান

দুলছে সবুজ পাতা

 

No comments:

Post a Comment