দূর, দূরে উৎসবের ডাক
সুনন্দ মন্ডল
দূর, দূরে উৎসবের ডাক
শোনা যায় বাতাসের পাখায়।
এ পাড়ায় ক্লান্ত সবাই
রাতদিন শ্রম বিনিময়ে।
ভুলে গেছে বিরতি,
ভুলে গেছে সংস্কৃতি।
শুধু পেটের দায়ে
রোজগারের উপায় খোঁজে কতিপয়।
নেই সহানুভূতি
নেই মমত্ববোধ
পায়ে ঠেলে রাখা জীবনে
চোখে ঝরে দু'মুঠো আয়ের স্বপ্ন।
ও পাড়ায় ধুম
দুর্গা মায়ের বোধন
আগমনী গান চড়া সুরে।
সম্পর্কে বাঁধন নেই
শুধুই বিরতি!
দূর, দূরে উৎসবের ডাক
No comments:
Post a Comment