Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রমাকান্ত নামা--ভালবাসার নেশা

              তাপসকিরণ রায় 

 

নেশার কি শেষ আছে? 'কারের নেশাই শুধু নেশা নয়,  ফেসবুকে বসে থাকা যেমন নেশা, তেমনি প্রতিদিনের খোলা জানলার বাইরের দৃশ্য দেখাও নেশা হয়ে উঠতে পারে ! অভ্যাস নেশার বশীভূত কিম্বা বলা যেতে পারে নেশা অভ্যাসের বশীভূত। বশীকরণ তন্ত্রমন্ত্রের এখানে প্রয়োজন নেই। হ্যাঁ, একটা কথা এর মাঝে এসে যায় বটে, আকর্ষণ কিছু একটা থাকতে হবে, চাখার আবেশ বা দেখার চৌকসতা, এমনি একটা কিছু

এ ছাড়া আরও কিছু ফ্যাক্টর আছে। সব চে বড় নেশা কি মদ নাকি অন্য      ম’কার ?--যাক গে ওসব কথা। রমাকান্ত জানেন, সাপের ছোবল থেকে শুরু করে হেরোইন, কোকিন, এল.এস.ডি. ইত্যাদি সহজে জানমারা অগণিত নেশার বস্তু আছে। অত সবের ভেতর যেতে চান না রমাকান্তআসল কথা হল, তিনি জানেন যে ভালোবাসাও একটা নেশা ! এখানে রমাকান্তর অভিজ্ঞতায় বলতে হয়, ভালবাসা ক্ষণস্থায়ী। এর স্থানকালপাত্র বলে কিছু নেই। নরনারীর আকর্ষণের মাঝে এক ধরনের মোহ জন্ম নেয়,  দেহ মন প্রকৃতির গুনেই তারা পরস্পরের প্রতি আকর্ষিত হয় 

রাস্তার সেই আন্না ভিখারিনীকে দেখেছেন রমাকান্ত। বয়সের ভারে সে নতজানু। ওকে দেখলে ছেড়ে যাওয়া মার কথা মনে পড়ে যায় তাঁর। মা সন্তানের ভালবাসা--স্নিগ্ধ, কোমল, নিঃস্বার্থ, চিরন্তন।  সেই আন্না ভিখারিনীর হাতে পয়সা তুলে দিলে দু চোখ তুলে একবার সে তাকাত, তার গাল বেয়ে নেমে আসত ঈষৎ হাসির রেখারমাকান্ত দেখতে পেতেন, এক মাতৃরূপ--চলে যাবার আগে তাঁর মাও যে এমনি হাসতেন! কিন্তু ওই পর্যন্ত, ভিখারিনীকে নিজের ঘরে স্থান দেবার কথা তিনি ভাবতে পারেন নি। ভাবনা এখানে মুক্ত থাকলেও বাস্তবতা এখানে অস্বচ্ছ ছিল 

রমাকান্ত ছোট বেলায় খেলতে খেলতে ভালবেসেছেন অনামিকাকে। আকর্ষণ জড়াবার বয়স সেটা নয়--আর তা ছাড়া শরীরের তন্তুগাঁথা সে বয়সে পূর্ণত্ব পায় না। অনামিকা অনায়াস হাসত, ধরা দিত রমাকান্তর কাছে। পরস্পর পরস্পরের মাঝে বশ মানা ছিল, আর সে ঈষৎ উত্তাপে ভালবাসার অঙ্কুর খুঁজে ফির ছিল মাটি জল বাতাসের সংস্পর্শ। কিন্তু পায় নি, কবে যেন ছুটে গিয়েছিল অনামিকা। হাতের দশ আঙ্গুলের একটা হয়েই স্মৃতির ছায়ায় অনামিকা হয়েই সে থেমে গিয়েছিল 

কৈশোরে জন্ম নিয়ে ছিল আর এক ভালবাসাররমাকান্ত জানেন জীবনের চলার পথে এমনটাই ঘটে। আকর্ষণগুলি বিকিরণ হতে থাকে--অনেকেই ছুঁয়ে যায় তাতে। অনেকেই ধরা পড়ে আবার ধরা পড়তে পড়তে ছুটে যায়। জাল এক জনের হাতে থাকে না, উভয়ে উভয়ের জালে ব্যাপৃত হয়ে পড়েআবার হালকা জালের সুত ছিঁড়ে কখন যেন রুপালী মাছ দুরে সরে যায়! 

--মধুমিতা! তোমাকে ভালোবাসি, জীবনের এ কথায় সবাই বাঁধা থাকে। মনে হয় স্থায়ী, এমন ক্ষণ বুঝি চিরস্থায়ী। কিন্তু মন যে এক জাগায় গুটলি পাকিয়ে থাকতে পারে না!     

সেদিনের মধুমিতা মাথা নত করে হেসে ছিল, মুখ ফুটে কিছুই বলার অবকাশ রাখে নি সেতবু একদিন কুয়াশার ও পারে মধুমিতার শরীর জাল হতে হতে মিলিয়ে গেল ! তারপর রমাকান্তর জীবনে কবে যেন ঝড় তুলে বসন্ত এলো। তোলপাড় ভাবনার মাঝে রং-শাড়ি ডোরে ব্যাপে গেল আকাশবাগানে গোলাপ ফুটল, ফুলবাগিচায় দেখা হল গোলাপির সাথে। বসন্তের উৎসবী হওয়ায় পলাশী রং ছুটল 

বাতাসের মাঝে ইথার তরঙ্গ মেপে দেখা যাবে ভালবাসার কথা সেখানে সবচে বেশী জমা আছেঅঞ্জু  মঞ্জু সঞ্জু্দের এই গল্প গাঁথা তো চিরন্তন। এদের ছাড়া প্রাণ নেই, প্রাণ মানেই তো জন্ম। আর জন্ম মানেই তো মিশ্রণ। আর মিশ্রণের ইনানো বিনানো কথাই হল ভালবাসা। আর ভালবাসা হ্ল এক নেশারই নামান্তর।   

অসফল ভালবাসা ঝড়ো পাখিদের মত উড়ে বেড়ায়, বিরহ ভারে সে উদাসী। ভালবাসা নরম, ভালোবাসা গরম, ভালবাসা নিরপেক্ষ, আবার স্বার্থপরওভালবাসা মুক্তি, ভালবাসা বন্ধন। সমস্ত নিঃশেষিত হয়ে শেষ যে বিন্দু তা হল ভালোবাসা। তবে সে বড় নিপীড়ক, বড় বুভুক্ষু প্রতিটি মানুষকে ছুঁয়ে চলে যায়--বড় মায়াবী চঞ্চল হরিণ সে। 

ফিসফিস হাওয়ায় কথা ভেসে আসে, অনামিকা, মধুমিতা কিম্বা গোলাপির, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...

কখনও তার মাঝে গোলাপি হেসে খানখান হয়...

রমাকান্তর নখ, স্বপ্নের ভেতরেও নিশপিশিয়ে ওঠে।

No comments:

Post a Comment