সোনালী শৈশবের
বিপ্লব গোস্বামী
আজো মনে পড়ে
হারানো শৈশব
অনন্দ হাসি-খুশি
দুষ্টামি সব।
লুকোচুরি,ছোঁয়াছুয়ি
আরো কত খেলা
ছোটাছুটি হইহুল্লোড়ে
কাটত সারা বেলা।
ঝড়ের রাতের প্রহরগুলো
কষ্টে কাটাতাম
ভোরে উঠে সবার আগে
আম কুড়োনোর।
কবাড়ি,বন্দি,হাডুডু
আরো যত খেলা
কুমির খেলা,দৌড়-ঝাপে
ফুরিয়ে যেত বেলা।
বন্ধুর সাথে ঝগড়া ঝাটি
রোজ দিনই হত
একটু পরেই ভুলে গিয়ে
মিল হয়ে যেত।
পাড়ার যত ছেলে মেয়ে
এক সাথে খেলতাম
এক সাথে স্কুলে যেতাম
এক সাথে চলতাম।
বাবার ধমক মায়ের স্নেহ
কেটে যেত বেলা
আর কি ফিরে পাবো
সেই সোনালী ছেলেবেলা ?
No comments:
Post a Comment