Saturday, October 31, 2020


 

স্মরণ 

 


 রঞ্জন ভট্টাচার্য 

লক্ষ্মী নন্দী 

প্রয়াণ- ১লা নভেম্বর, ২০২০

 

 সম্পাদকের কথা

 হেমন্তের হলুদে বিষাদের স্পর্শ। মা ফিরে গেছেন। অশ্রুসজল করেছেন আমাদের। আসলে আমাদের সবাইকেই ফিরে যেতে হয়। মায়ের সঙ্গে আমাদের পার্থক্য একটাই যে, মা আবার ফিরে আসেন কিন্তু আমরা আসবো না। তবে ব্যক্তি জীবন থেমে গেলেও, রয়ে যাবে জীবনপ্রবাহ। আর সেই প্রবাহের হাত ধরে আমরাও আসবো ফিরে অন্য নামে, অন্য বেশে। জীবন বোধহয় এইজন্যই সুন্দর। জীবন না ছেড়ে যাবার আকুলি তাই সবসময়!

হারিয়েছি অনেককে এবার। আলোর উৎসবের প্রাক্কালে তাঁদের কথা মনে হচ্ছে বারবার। বিরুদ্ধে প্রকৃতির সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন কত ব্যক্তি-মানুষ। হেরে গিয়েও যেন জিতিয়ে গেলেন মানবজীবনকে। বলে গেলেন নিরুচ্চারে যে, অন্যের স্বার্থে তাঁদের এই চলে যাওয়া তখনই মাত্রা পাবে যদি সম্মিলিত লড়াইয়ে আমরা মুক্ত করতে পারি এই দমবন্ধ করা পরিস্থিতি। তাই এই দীপাবলি হয়ে উঠুক প্রকৃত আলোর উৎসব, অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের উৎসব।



মুজনাই অনলাইন সাহিত্য পত্রিকা অনলাইন দীপাবলি সংখ্যা ১৪২৭


মুজনাই সাহিত্য সংস্থা 
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড 
কোচবিহার 
৭৩৬১০১
 
 প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, প্রচ্ছদ,  অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন দীপাবলি সংখ্যা 


 

 এই সংখ্যায় আছেন যাঁরা 

ডঃ ইন্দ্রানী বন্দোপাধ্যায়, বিপ্লব গোস্বামী, সুবীর সরকার, রাহুল, সত্য মোদক, ইন্দ্রানী পাল, অনুনয় চ্যাটার্জি, পার্থ সারথি চক্রবর্তী, উমা শঙ্কর রায়, মাথুর দাস, রীনা মজুমদার, আফতাব হোসেন, মৌসুমী চৌধুরী, সুদীপ কুমার বোস, দেবদত্তা লাহিড়ী, তপেন্দু নারায়ন রায়, বিজন মজুমদার, কমলেশ মন্ডল, সায়ান্তন ঘোষ, অতনু মৈত্র, আপরোজা খাতুন, ফিরোজ হক, চুমকি দাস, সাত্যকি, নবনীতা, অদিতি মুখার্জি (সেনগুপ্ত), নিত্য রঞ্জন, মজনু মিয়া, শ্যামল কুমার রায়, অমিতাভ সরকার, প্রনব রুদ্র, বিজয়কৃষ্ণ সরকার, মাম্পী রায়, অঞ্জলী দে নন্দী

 

 

 

 

 

No comments:

Post a Comment