Sunday, December 6, 2020







কবিতার খাতা আমার ফসলের মাঠ 

মজনু মিয়া 


লেখা লেখে শেষ হবে না, যা অযুত নিযুত কাল;

খাতা আমার ফসলের মাঠ, ভাবনা উথাল-পাথাল।  

চষিত জমির বুক চিঁড়ে, কচি গাছের মুখে 

সোনালি ফসল ফলে তার, সমতল ঐ বুকে। 

কাস্তে চালায় কাটে পাকা ফসল উঠায় ঘরে, 

গর্ভবতী মহিলা যেন্ বেড় ঢোল উঠে ভরে। 

আদর যতনের সুখ এই ফল মিষ্টি মধুর স্বাদে, 

শিশির ভেজা ঘাসে হাঁটে সুখ আনন্দে প্রাতে। 

যেদিকে চোখ যায় ফসল মাঠ হাওয়ায় দোলে দোলে,

কবিতার পংক্তি সাজায় বেশ অপরূপের দেশে, 

আমি তো জন্মেছি এই দেশ তাকেই ভালোবেসে।

মাঠের ফসল ঘরে গিয়ে পিঠা পায়েস গড়ে 

শীতে পরশীর আপ্যায়ন হয় ভাজা খুব মরমরে! 

খড়ের গাদায় গরু বাঁধা উঠান ছড়ানো ধান, 

অগ্রাহায়ণের রাতে হয় মেলা বৈঠকী গান। 

আমার বুকে চোখে স্বপ্ন মা গো তোমায় নিয়ে, 

শেষ হবে না লেখা কভু আমার সকল দিয়ে। 

No comments:

Post a Comment