ঘুষ
মাথুর দাস
ধুস্ !
হ্যাংলার মত হাত পেতে পেতে
আর কত নিবি ঘুষ ?
ঘুষ দিতে নিতে দাম বেড়ে যায়,
ভেজাল বাড়ায়
ব্যবসা-মক্ষীচুষ্ ।
নেই প্রতিকার জীবন-বিকার,
ধিকিধিকি জ্বলে
না-দেখা আগুন,
তুঁষ ।
অন্ধকার দিয়ে সব আলো কেনা
ভালো নেই তবু কালো টাকা সোনা,
স্বার্থ-জীবন ব্যর্থ কোথাও,
ফুস্ !
No comments:
Post a Comment