Sunday, December 6, 2020


 





হেমন্তকাল ও ওরা তিনজন 

শ্রাবণী সেন

ঝকঝকে আকাশে রাশি রাশি নক্ষত্রের মেলা

ছাতিমগন্ধ ভরা হিমেল রাত, কতো রাত এখন?

মধ্যরাতের পাহাড়ি আকাশের নিচে তিন যুবক!

ওরা তারা খোঁজে, ওরা অসীমের হাত ধরে।


কোজাগরী রাত! তিন যুবক এসেছে সমুদ্রতীরে

খোলা আকাশের নিচে, সামনে অশান্ত সাগর

রূপোলি আলোয় রূপকথা বুনছে অবিরাম 

ওরা জ্যোৎস্না মেখেছে সারা গায়ে, চন্দনের মত।


অন্ধকারভেদী সূর্য উঠেছেন, জবাকুসুমসঙ্কাশ! 

তিনজন আজ এসেছে আমন ধানের ক্ষেতে 

পাকা ধানে সোনালি রোদের অপূর্ব মাখামাখি  

অগ্রহায়ণী বাতাসে নবান্নের সূচনা শুনেছে ওরা! 

No comments:

Post a Comment