Saturday, January 2, 2021


 









অরবিন্দ মাজী,
ঘুমের দেশে

ঘুমের দেশে স্বপ্নের প্রান্তরে, 
উড়ন্ত পরির মতো উড়ে এসে-
জুড়ে বসলো হৃদয়ের কোনে, 
হাহাকারে ভ'রে গেলো নিঝুম মাঝরাত... 

নির্বাক দুঃসহ যন্ত্রনায় কাতর-
অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো-
স্বপ্নের গাঙচিল আকাশ পানে-
স্থির ধ্রুবতারাকে যন্ত্রণার সাক্ষী রেখে... 

কখনো-সখনো মানুষের স্বপ্নে , 
স্থির গাঙচিল কিম্বা উড়ন্ত পরি-
খেলা করে হৃদয়ের এক কোনে, 
নিঝুম মাঝরাত যখন একাকী পথ হাঁটে... 


@মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন পৌষ সংখ্যা , ১৪২৭


   

No comments:

Post a Comment