বিজন মজুমদার
স্বর্গ সুবাসে ঘেরা
করোনা করোনা করে
দুহাজার একুশে সেই আতঙ্ক
থাকবে কি ঘরে ঘরে?
পুরনো বছর বিদায় নিয়ে
নতুন বছর এলে
আনন্দ গানে মাতোয়ারা হই
পিছুটান সব ফেলে!
সব কিছু ফেলে স্বপ্ন এখন
একটাই শুধু চোখে
করোনা যেন আর না থাকে
নববর্ষের আলোকে ।
মানুষে মানুষে যে ব্যবধান
গড়েছিল ভাইরাস
ব্যবধান ভুলে নতুন বছরে
নিতে পারি যেন শ্বাস!
চাইনা চাইনা নতুন বছরে
আতঙ্কে চলাফেরা
দুনিয়া হোক ঠিক ভয় মুক্ত
স্বর্গ সুবাসে ঘেরা ।
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment