মুজনাই সাপ্তাহিক
নদী সংখ্যা
তোর্ষা আর আমি
পার্থ সারথি চক্রবর্তী
কত মায়া রোজ ভেসে যায়
তোর্ষার বুকে
সময়ের প্রবাহে, জলস্তরে ভেসে ভেসে,
আর কত মায়া রোজ পুড়ে যায়
তোর্ষার চরে
আমার বুকে তোর্ষার শ্বাস
বাঁধহীন উচ্ছ্বাস,
বসত করে নদীয়ালি গান,
সুর তোলে পরিযায়ী পাখির দল
মায়াবী আবেশ আঁকড়ে ধরে থাকে
জাগতিক বিশ্বাস
আমি কখনো ছাই কুড়োই
আর বাতাসে উড়িয়ে দেখি
আমার মুখ
বেশ জানি; আছি কত কত মায়া
পুড়ে যাবে জেনেও জেগে ওঠে!
তোর্ষা আর আমি, এক মায়াসুখ!
ছবি- লেখক
No comments:
Post a Comment