মুজনাই সাপ্তাহিক
ডুয়ার্সের ডায়রি
পার্থ সারথি চক্রবর্তী
এক,
চারদিকে শুনশান সবুজ বনতলি
ঝি ঝি পোকার ডাক
অদ্ভূত ঘোর লেগে যায় প্রাণে
কাঁচতোলা গাড়ির ভেতর থেকে
সবুজ যেন আরো সবুজ।
খুনিয়ার মোড়ে হঠাৎ বৃষ্টিতে
ভেসে আসে মাটির গন্ধ-
যেন বুনো পারফিউম ছড়িয়েছে
বাইসন আর হাতির দল
দুই,
মূর্তির চরে চাঁদ বালি ছুঁয়েছে,
ছড়িয়ে দিয়েছে অকৃপণ আলো
গতকালের অন্ধকার আজ উধাও,
চাঁদের প্রতিবিম্ব সাথে নিয়ে
মূর্তির কুলকুল শব্দ ভেসে আসে-
নস্টালজিক সুরে, নেশা জাগায়!
ফেলে আসা সময় সামনে ভাসে-
নদীর প্রবাহে, জোৎস্নার আবহে-
পাথরের সঙ্গে নদীর জলের যেন প্রেম
তিন,
শহুরে ক্লান্তিকে পেছনে ফেলে
নিরীহ সবুজকে পাশে রেখে ছুটে চলা
মন থেকে বেরিয়ে আসা গান-
শোনে মাটি আর আকাশ
কোথাওবা বাইসনের দৌড়, বা দাঁতাল হাতি,
ময়ূরের ডাকে থমকে দাঁড়ানো
এক অপূর্ব জগত
কারো লোভ আর লালসার শিকার হয়ে-
কোথাও ফালা ফালা হয় সবুজ।
চার,
গর্বের চা বাগানে মৃত্যু মিছিল
ভেলভেটের ঢেউ ছাপিয়ে-
বাতাসে শোনা যায় কান্না
চা-শ্রমিকের কষ্ট আর বঞ্চনার কান্না।
সুখের পানীয়র তলায় যেন -
থিতিয়ে আছে পোড়া ত্বকের হাহাকার
হাজার আলোতে, প্রচারের স্পটলাইটেও-
কাটছে না অন্ধকার!
ডুয়ার্সের গর্ব, চা বাগানের চিৎকার!
No comments:
Post a Comment