মুজনাই সাপ্তাহিক
বিশেষ সংখ্যা
সম্পাদকের কথা
মহাপ্রয়াণের এত বছর পরেও তাঁর দীর্ঘ ছায়া আসমুদ্রহিমাচল পরিব্যাপ্ত। নিজের জীবনকে যিনি পাঠক্রমে পরিণত করেছিলেন, তাঁকে নিয়ে এক ক্ষুদ্র পত্রিকার ততোধিক ক্ষুদ্র সম্পাদকের কী-ই বা বলবার থাকে! শুধু মনে হয় এই অস্থির সময়ে তাঁর বড্ড প্রয়োজন ছিল। যে অসহিষ্ণুতা আজ কমবেশি আমাদের প্রত্যেকের রক্তে তার থেকে মুক্তির একমাত্র পথ তাঁর জীবন দর্শন ও শিক্ষা।
এই দেশে অবশ্য তিনি ব্যক্তি পূজা আর ব্যক্তি নিন্দার ওপরে উঠতে পারেন নি। তিনি হয়ত ব্যর্থ তাই। আবার এই ব্যর্থতাই প্রমাণ করে যে, তিনি আজও কতটা প্রাসঙ্গিক।
আজ জন্মদিনে মহামানবকে প্রণাম। তিনি থাকুন অন্তরে, পরিশুদ্ধ আত্মায়....
No comments:
Post a Comment