Saturday, February 26, 2022


 

বটু কৃষ্ণ হালদার

রক্তাক্ত আবির

পলাশ ফুলে রং ধরেছে,ভাসছেখুশির ভেলা
ওই দেখো সময় এলো, দোল পূর্ণিমার মেলা।
নদীর ওই শান্ত জলে, মাঝি ভাসায় পাল
আবীর রঙে রঙিন হলো, নববধূর গাল।
প্রতিনিয়তঃ ঝরছে রক্ত,হচ্ছে আবির খেলা
তাই আজকে অনেক ফিকে, বসন্তরই মেলা।
চাঁদের হাসি মিলিয়ে গেল,রাহুল কথা শুনে
সন্ত্রাসে ওই মরছে মানুষ,হবে না শেষ গুনে।

No comments:

Post a Comment