পার্থ বন্দ্যোপাধ্যায়
ঋতুর রাণী
খুব সেজেছে ঋতুর রাণী সাত রঙা তার রূপের বহর
পদ্ম শালুক দুহাত ভরে রঙ বিলিয়ে করছে কদর
বুক বেঁধে সুর পরিযায়ী পুব আকাশে যাচ্ছে উড়ে
ঘুম ভাঙাস্বর গাইছে পাখি ঐ আকাশের প্রান্ত জুড়ে
খেজুর গুড়ের রসের মালাই ঘ্রাণ ছুটেছে তিস্তা পারের
ময়রা পাকায় খইয়ের দলা নাম ভাঁড়িয়ে জয়নগরের
মাতাল হাওয়ায় ঝরা পাতা সাত সকালে যায় উড়ে যায়
দিগন্তের ওই নীল আভা দেয় অভয়বাণী কোন কিনারায়
শীত বুড়ি তার চাদর ছেড়ে এগিয়ে যে যায় নীরব পায়ে
তুলল কে সুর মেচেনী গান পরশ খানী লাগলো গায়ে
লাগলো আগুন ফুলের বনে পলাশ রাঙে চতুর্দিকে
আল বরাবর ধানের শীষে কুয়াশারা হচ্ছে ফিকে
কে শোনাবে রঙিন বিহু শেষ শীতেরই আদরে হায়
মালকোশ আর ভৈরবী সুর তুললো কে আজ বকের ডানায়
No comments:
Post a Comment