শিবির রায়
বসন্ত আলাপ
দখিনা বাতাসে কীসের ইংগিত ভরে
বসন্ত বোধহয় এসে গেছে দুয়ারে
ফুলেদের আনন্দ, প্রকৃতির জলসাঘরে
মনোবীনা বাজে অব্ বসন্ত্-বাহারে
দিকে দিকে রসের স্রোত, রঙের মেলা
পঞ্চশর অলক্ষ্যে খেলে তার নীরব খেলা
বিদ্ধ হলো কার হিয়া কামকেলি, পুষ্পধনুবাণে
শতযুগের গুপ্ত প্রেম মধুমাধবীতে টেনে আনে
প্রিয়মিলনের ক্ষুধা জাগে পলে পলে
খোলা হাওয়ায় মাতন লেগেছে পালে
ভেসে যায় দুহু মন কল্পনার দূুর দিশে
অজানা কোন সে আলো অসম্ভবের দেশে
ফাগুনআগুন জ্বলে মন জুড়ে, মত্ত রসালাপে
তাহাদের প্রেম উলসিত হেম রত বসন্তবিলাপ
No comments:
Post a Comment