অলকানন্দা দে
পুণ্য ঋতু
আজ পৃথিবীর দিন!
তেজারতি খোলে কৃতী বসন্ত
মনে মনে দেয় ঋণ!
আঙিনায় দেখি ছয়লাপ আশা
পরগণা জুড়ে গুনগুন,
রুয়ে রুয়ে যায় শস্য প্রেমের
এক অঞ্জলি ফাল্গুন!
শাখায় পাতায় চেনা চেনা গান
অনুপম চারিদিক,
ধরন কিছুটা জানি,
জানি বয়সটা নির্ভীক!
আবিশ্ব এই উদাসীপনায় মাতি,
ভাবুক মনের আয়ুর সাগরে আরামকেদা
No comments:
Post a Comment