Friday, March 18, 2022


 

চা-ডুবুরি

সুকান্ত নাহা 

(অন্বয়/ ৫০০টাকা)


'প্রাজ্ঞ সত্যপ্রিয় সেই অনন্ত আড়ালকে একসময় মেনে নেন জীবনের আরেকটি নির্মম সত্য বলে জেনে। মেনে না নিলে জীবনের চাকায় যে ঘুরবে না। 'চক্রবৎ পরিবর্তন্তে'-র শ্লোকও যে বড় মিথ্যে হয়ে যাবে!'


জীবন সত্যিই বড় নির্মম। কিন্তু সেই নির্মমতাকে ঘিরে ফুটে ওঠে এমন কিছু ফুল, যখন ব্যক্তি মাত্রেই বলতে বাধ্য হয়, নির্মম সত্যের আড়ালে লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। ক্রমাগত সব হারিয়েও জীবন যুদ্ধে ভেঙে না পড়ে, জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে, অনন্ত আড়ালকে সঙ্গী করে যে যাপন তা সত্যিই মহান। আর সেই মহান জীবনের ছবি এঁকেছেন লেখক সুকান্ত নাহা তাঁর 'চা-ডুবুরি' উপন্যাসে। 

জনপ্রিয় সমাজ মাধ্যমের একটি গ্ৰুপে যখন ধারাবাহিকভাবে 'চা-ডুবুরি' প্রকাশিত হচ্ছিল, তখনই চিনতে পেরেছিলাম মূল চরিত্র সত্যপ্রিয়কে। বাস্তবের সত্যপ্রিয়কে বহুদিন থেকে জানি, চিনি। তাঁর কর্মকান্ডের সঙ্গে পরিচয় থাকবার সুবাদে নির্দ্বিধায় বলতে পারি লেখক সুকান্ত নাহা যথার্থভাবে উপস্থাপন করতে পেরেছেন মানুষটিকে। সত্যি বলতে, উত্তরবঙ্গের চা-বলয়কে ঘিরে এর আগে বেশ কিছু লেখা প্রকাশিত হলেও, লেখক সুকান্ত নাহা যেভাবে চা-বাগান ও তার যাপনকে উপস্থাপন করেছেন, সেটি অত্যন্ত বাস্তব। নিজে চা-বাগানের মানুষ হওয়ার সুবাদে তিনি এই সুবিধে পেয়েছেন। ফলে, চরিত্রায়ণ ও বর্ণনা হয়ে উঠেছে সাবলীল ও সুচারু। এর পূর্ণ কৃতিত্ব লেখকের প্রাপ্য। নাকি বলব সুবর্ণের? অথবা দুজনেরই? কেননা সুবর্ণ আর লেখক সুকান্ত নাহা যে অভিন্ন মানুষ তা বুঝতে সচেতন পাঠকের দেরি হয় না। 

উপন্যাসের সময়সীমা দীর্ঘ কাল ধরে পরিব্যাপ্ত। তাই স্বাভাবিকভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমান ঘুরে ফায়ার এসেছে উপন্যাসে। আর তার মাঝে মাঝে চা-বলয়ের জীবন, অর্থনীতি, সমাজব্যবস্থা, ইতিহাস ইত্যাদি সবকিছুই চলেছে হাত ধরাধরি করে। বলতে দ্বিধা নেই, এই উপন্যাস চা-বলয় সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ মানুষকে সাহায্য করবে সবুজ সোনার দেশকে চিনতে ও জানতে। লেখকের লেখার গুণে সত্যপ্রিয়-সহ অন্যান্য চরিত্রগুলিও, যেমন সুনয়নী, বিনয়ভূষণ, কুমুদ মাস্টার, ফজলুল সুধাময় প্রমুখেরা, জীবন্ত হয়ে ওঠে। মন খারাপ হয়ে যায় সত্যপ্রিয়র বেদনাতে। অনেকক্ষেত্রেই একাত্ম হতে হয় চা-বাগিচার যাপনের সঙ্গে। 

'চা -ডুবুরি' সময়ের  একটি দলিল হয়ে রইল। লেখকের হাত ধরে পাঠকের মনে চিরস্থায়ী জায়গা করে নিলেন সত্যপ্রিয়। এ যেন, অতীতের কাছে পরবর্তী সময়ের ঋণ স্বীকার। আমরা যেটা করতে পারি নি, লেখক আমাদের হয়ে সেটা করলেন। স্বীকৃতি দিলেন এমন এক ব্যক্তিত্বকে যিনি চা-বলয়কে নিজের হাতের তালুর মতো জানেন। তাঁকে ঘিরে যে ঘটনাপ্রবাহ তাতে সত্যের সঙ্গে সঙ্গে কল্পনার এমন এক বুনন সৃষ্টি হয়েছে যা অত্যন্ত সুখপাঠ্য। 

বাস্তবের সত্যপ্রিয় এক এক করে জীবনে হারিয়েছেন প্রিয়জনদের। প্রায় অন্ধত্বের পর্যায়ে চলে যাওয়া মানুষটি বাস করেন যে বাড়িতে তার পাশে বাড়িতেই জন্মেছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। তাঁর বিখ্যাত `উত্তরাধিকার' শুরু হয়েছিল এখান থেকেই। এ যেন এক অদ্ভুত সমাপতন। `অন্বয়' প্রকাশনার ৫০০ টাকা মূল্যের গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী হলেন প্রবীর আচার্য। বইয়ের বাঁধাই ও কাগজ যথেষ্ট ভাল। 

(আলোচনা- শৌভিক রায়)

No comments:

Post a Comment