Saturday, March 4, 2023


 

বসন্তের বসনখানি

শ্রাবণী সেনগুপ্ত


এসো ঋতুরাজ-

তোমায় ঘিরে উঠুক গড়ে

নব নব সাজ।

সে সাজ যেন 

এ পথ সে পথ ঘুরে

একফাঁকে ঠিক উঁকি মারে

ঐ একলা পথের মোড়ে

উদাসিনী এক বসে আছে

সেই কৃষ্ণচূড়ার কোলে।

তুমি এলে তাই

লাল তাজ পরা মাথাটি তার দোলে।

ওমা দেখ! হঠাৎ কেমন চুপটি করে খসে

পড়ল ঝরে ঐ যেখানে উদাসিনী আজ বসে।

ক্ষণটুকুনি রইল হয়ে অলৌকিক

বসন্তের বসনখানি জড়িয়ে নিল দিকবিদিক।

উঠল নেচে শাল পিয়ালের বন

আনন্দের এই রেশখানিতে  বাঁধা পড়ল মন।


মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment