Saturday, March 4, 2023


 

কলকাতার রাজপথে

     রীনা মজুমদার


সময়ের ব্যস্ততা, পথ পথিক আমি

  ফুটপাত ধরে শত শত গৃহবাসী

বৃদ্ধ পলাশটি তাদের রেখেছে ছায়ায়

মধুমাসে ফুলে ভরেছে শাখায় শাখায় 


ভোরের পথ পথিক আমি

রাতের জোছনা ধোয়া পলাশে লাবণ্য রূপ! 

   থমকে দাঁড়াই,

ছাদ খোলা ঘর, তবু পরিশ্রমী গভীর

ঘুম শেষে, দেখি মা তার শিশুটি কে 

গাছ তলায় একমুঠো পলাশ দিয়ে

    বসিয়ে দিতেই..!

শিশুর মুক্তো হাসিতে মায়েরও রাঙা হাসি 

মিলেমিশে যেন পলাশকেও করেছে বিবর্ণ !


কবিগুরু কি এই ছবি দেখেছিলেন কখনো?

   "রাঙা হাসি, রাশি রাশি

  অশোক পলাশে.."

আমার দেখা শ্রেষ্ঠ আনন্দ বসন্ত।


মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment