বসন্ত তুমি
শক্তিশঙ্কর পানিগ্ৰাহী
খাতার পাতায় পড়লো মুঠো রঙ ছড়িয়ে গেল শিমুল পলাশ গাছে
হৃদয় আকাশ রঙিন হাসির মেলা বসন্ত আজ এলো আমার কাছে,
কোকিল এসে রঙ ছড়ালো গানে অশোক ফুলে নকশীকাঁথা পাতা
চাঁদনী রাত ডুলুং নদীর ঝর্ণা পলাশ রঙে রঙিন হলো খাতা,
আজকে খুঁজি তোমার পলাশ মুখ মল্লিকা
আজ রঙ মেখেছে বসে নীলাম্বরী ওড়না খানা মেলে
পলাশ শিমুল রঙ ছড়িয়ে হাসে শব্দ কথা হোলি.....
মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা
'আনন্দ বসন্ত সমাগমে....`
No comments:
Post a Comment