Thursday, April 4, 2024


 

মুনা 

অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০


চৈত্র-বেলার গান
দেবযানী সেনগুপ্ত

হলুদ পাখির ডানায় এলো
 চৈত্র অলস দুপুর!
 অনেক চড়াই- কিচির- মিচির 
ধুলোয় আরাম স্নান,
 ক্লান্ত ঘুঘু  একঘেয়ে ডাক
 বছর শেষের বেলা।
কাঠ-ঠোকরার ঠকঠকে সুর
 একটি দুটি কাক, 
একা কোকিল ডেকেই চলে
 সঙ্গী বিহীন আজ,
 ঝরা পাতার রিক্ত ডালে
 অসীম শূন্যতা ।
পায়ের নিচে শুকনো পাতায়
 মুকুল ঝরা আম ,
চোখের কোনে একটু কাঁপন
 নস্টালজিক মন।
 সব পেয়েও সব হারানো
 চৈত্র বেলার গান।।

No comments:

Post a Comment