মুজনাই
অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০
দিন পুরাতন, দিন নতুন
দেবদত্তা লাহিড়ী
দিন পুরাতন চলে যায় তবু দিন নতুন আসে কই। নতুনের মাঝে পুরাতন যে জড়িয়ে থাকে তাকে অস্বীকার করতে পারি কই। আমরা নতুন এলো নতুন এলো বলে বরণ ডালা যে সাজাই তার মধ্যেই অপেক্ষায় থাকি আশায় থাকি যা পুরনো দিনে ঘটেনি তা ঘটুক বলে। তালে অভূতপূর্ব লাভের লোভ ও যে ভূতপূর্ব কে আষ্টেপৃষ্টে বেঁধে রাখে । একটু পেছনে ঘুরে তাকিয়ে দেখা যাক দেখি। কাঁচা বয়সে তাকিয়ে থাকার হত কেবল সামনে। অজস্র পর্দা সন্মুখে , যেন সরাতে পারলেই আলাদিনের আশ্চর্য প্রদীপ। একের পর এক পরিচয়, পথ হাঁটা, দিনগত পাপক্ষয় বা সৃষ্টিতে মগ্নতা। সব ই চারা গাছের মত বেড়ে ওঠে যা পূর্বে বপন করা হয়েছে তাকে কেন্দ্র করে। যে বীজ বুনবো তার ফল পাবো বলে। ক্রমে যে বৃক্ষ বিকশিত হয়, ছায়া দেয়, বাতাস দেয় বেঁচে থাকার রসদ সরবরাহ করে। বছর বছর অপেক্ষা নতুন ফলনের। তবু জীবন বৃক্ষ যেন একখানি ই নয় কি? সেই তো আরো বেড়ে ওঠে, একদিন বুড়িয়ে যায়। মন জমি আবাদ করে যা জীবনভর তার হিসেব নেবার পালা আসে। সে নতুনের জয়গান গায় শিকড় বেঁধে নিয়ে। এক একটা সময় আসে যখন নতুন বন্ধুত্ব আর ভালো লাগেনা। অথবা হওয়া হয়ে ওঠেনা। জমি উর্বরতা হারায় যে। পরিণত মস্তিষ্ক, ঝড় ঝাপটায় ব্যতিব্যস্ত মন জায়গা জুড়ে থাকে অবিশ্বাস। বলেন তো যারা প্রথম প্রেম ভোলেন নি, তারা ভুলতে পারেন না কেন। প্রয়োজনের ছিলনা । ওই জমি আর ফেরত পাওয়া হয়না আজীবন।দিন যত নতুন হতে থাকে, যত বেশি নতুন দিনের সংখ্যা খাতায় জমিয়ে ফেলি তত আমরা পুরনো হই। যা কিছু হারাই, পেছনে ফেলে আসি আসলে ফেলে আসা হয়না কিছুই। আঁকড়ে ধরা পুরাতন সাথে নিয়েই নতুন আশায় মাতি। নতুন ও পুরাতন দিন সব ভালো হোক।
No comments:
Post a Comment