মুজনাই
অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০
গল্প হলেও সত্যি
লীনা রায়
১
না হয় খুঁজে হন্যে হলি
পাঞ্চজন্য, ভিক্ষে ঝুলি,
হয়ত ভবি ভুলবে খানিক
ভাবের অভাব,তুক মাদুলি।
২
রং মিছিলে ভেকধারী আর
সামিল হল ব্রহ্মচারী –
তুষের আগুন লাল ফাগুনে
গনগনে আঁচ , স্বৈরাচারী।
৩
গজব খবর আজব দেশের
ডিঙিয়ে পাহাড় ঐ ছোটে,
খুঁজছে ভোলা শব্দকোষে
কথার অর্থ ফুট নোটে ।
৪
তুক করে ঐ ছুঁক ছুঁকে হাত
যুক্তি ভুলে মুক্তি পাবার,
টাকা মাটি,মাটিই টাকা
হক কথা ভাই লাখ টাকার।
No comments:
Post a Comment