মুজনাই
অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০
কাঞ্চনজঙ্ঘা
গৌতমেন্দু নন্দী
শুভ্রতার ঐ দৃশ্য সুখে মুগ্ধতার দৃষ্টি--নয়ন
ফিরে ফিরে দেখা সেই সৌম্য কান্তি"বুদ্ধ-শয়ন"।
দৃষ্টি সুখের ক'জন জানে স্পর্শ সুখের যন্ত্রণা
কোন্ সে দুর্গম তুষার পথে ঈশ্বরের ঐ বন্দনা ?!
শান্ত,শুভ্র, সমাহিত গিরির উচ্চ ঊর্ধমুখ
রবির হলুদ কিরণ ছটায় ঋদ্ধ সেই দৃষ্টি সুখ।
হিমালয়ের কোলে কোন্ জাদুতে এই স্বপ্নরূপ
কখনো আড়াল অদৃশ্য কখনো সে মৌনচুপ।
স্বর্গ সৃষ্টি করেছে বিছিয়ে মৃত্যু-কাঁটা চলার পথে
নিচ্ছে কেড়ে প্রাণ সে কতোই অভিযানের মৃত্যু-রথে।
No comments:
Post a Comment