Thursday, May 2, 2024


 

মুনা 

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১

ক্রোড়পত্র 



মায়ের ছবি, মায়ের গান
দীপায়ন ভট্টাচার্য 


আকাশ যখন মায়ের সাজে
নীল ঘোমটায় ঢাকা
তারই মাঝে আলোর বরণ
সু্য্যি-তারা আঁকা
একফালি চাঁদ – তা-ও রয়েছে 
মায়ের আঁচল জুড়ে 
তাকে ঘিরেই প্রজাপতি 
চলছে উড়ে উড়ে । 

             এই তো আমার মা
ও তার / কোথায় তুলনা ? 

আবার যখন ঝড় নেমেছে 
বিশ্বভুবন ছেয়ে
ঠিক তখনি মা-ই তো আসে
বিপদ-বার্তা পেয়ে
দেয় যে রুখে হাওয়ার দাপট
প্রাণ রাখে তার বাজি 
তাঁর বরাভয় পেয়েই আমরা
রণসাজে সাজি । 

             বিপদ তাড়াই দূরে 
মায়ের /  বিপত্তারণ-সুরে। 


চরাচরে সুবাস ছড়ায়
মা-ছেলের এই প্রীতি 
জীবন শেখে মোদের কাছে
যুদ্ধজয়ের গীতি । 

No comments:

Post a Comment