মুজনাই
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১
ক্রোড়পত্র
মা
রামকৃষ্ণ পাল
মাটির আঁধার থেকে বের হওয়া অঙ্কুরিত,
'মা'- ডাকটি উচ্চারিত
অস্ফূট,আবছা
না বোঝার,ঝাপসা
তবুও এক সুবাস, এক মন্ত্র, নাড়ির তন্ত্র।
মায়ের অকৃত্রিম ভালোবাসা, শ্বাস প্রশ্বাস
জীবনের এক নিবেদিত প্রাণ
নিঃস্বার্থ বন্ধুত্বের বন্ধন
স্নিগ্ধ নিঃস্বার্থতার অর্ঘ্য আর স্পন্দন
মনুষ্যত্বের চিরন্তন প্রতীক 'মা'।
সেই ভালোবাসা, বন্য জীবের মা এর মতন
কত না যতন,কত না তিতিক্ষা আর
প্রতীক্ষার অবসানে ,অম্লান বদনে
কষ্টের চির বিদায়
মুক্তির মোহনায়, স্নেহের পরশে, মমত্ব বরষে
মনের হরষে, নতুন স্বপ্নের জাল বোনা,
মায়ের ভালবাসা
সরলতার মেলামেশা
সহিষ্ণুতার নিরব গাঁথা;
যার কোলে ঠেকাই মাথা
আমরণ;শিশুর মতন,
ছোট্ট খোকা, বড়ই অবুঝ মন-
এটাই তো মায়ের সহজ যতন;
যার আঁচল ছায়ায় জুড়ায় প্রাণ
চির ঋণী,নেই পরিত্রাণ,
সকল দুঃখের অবসান
মায়ের মতন নেই কোন স্থান,
মা:এক পৃথিবী
এক ভগবান।
No comments:
Post a Comment