Sunday, June 2, 2024


 

ভাবনা 


বাবা
নারায়ণ দত্ত 

  পরিবর্তনের রথের চাকার চলার সাথে সাথে মানবিক মনে ও নানা সম্পর্ক নিয়ে ভাবনাতে ও কত পরিবর্তন যা বিভিন্ন পত্র-পত্রিকা, মিডিয়ায় বেশ মাঝে মধ্যেই নজরে আসছে। যেমন,নানা 'দিবস',তা প্রকৃতির বিভিন্ন বিষয় ভিত্তিক আবার পারিবারিক বা সামাজিক নানা সম্পর্ককে নিয়ে। বেশ ভালোই লাগে, অস্বীকার করার উপায় নেই। যদিও ঐ তথাকথিত দিবসগুলো নিয়ে একদিনই বেশ সাড়া পেলেও বছরভর তার কোনও গুরুত্ব বোঝা যায়না। হ্যাঁ,আমাদের ছোটবেলায় এধরনের ভাবনার তেমন অস্তিত্ব বা বোধ প্রকাশ পায়নি। হয়তো ছিল কিন্তু মুঠোফোন না থাকায় তা নজরে আসে নি, তবে হ্যাঁ পত্র-পত্রিকায় ও নজরে পড়েনি বা ক'জনের মধ্যে কাজ করত জানিনা। অবশ্য তখন এসব না থাকলেও অন্য রকমের এক বন্ধন ছিল যা ব্যাখ্যাতীত এবং অনস্বীকার্য। সবার ক্ষেত্রে না হলেও আমার মনে হয় সেই সম্পর্কের বাঁধন অনেকটাই এখন আলগা(তার পেছনের কারণগুলো যাইহোক না কেন)।

       যাইহোক, এ লেখাটি লিখতে গিয়ে আমার কবিগুরুর দু'টি লাইন মনে পড়ছে, "পিতার বক্ষে রেখেছ জনম দিয়েছ জননী ক্রোড়ে----তুমি ধন্য ধন্য হে"। হ্যাঁ,এই কলি দু'টি যেভাবে আজ নাড়া দেয় আমাদের শৈশবে বা যৌবনের বা কৈশোরে সেভাবে নাড়া দেয়নি, হয়তো বা সেভাবে লাইন দু'টির ওজন বুঝতে পারিনি যা আজ বাবা হয়ে যতটুকু বুঝতে পারছি।

       শুরুতে একটা জায়গায় মিডিয়ার প্রসঙ্গ এনেছিলাম যেখানে আজকাল 'বাবা'কে নিয়ে প্রায়শই পোস্ট থাকে যেখানে বাবাকে 'বটবৃক্ষ' বা 'ছাতা'র সাথে তুলনা করা হয়, এমন কি বাবার শক্ত হাত সন্তানের জীবনের যে কোনও জটিল সমস্যায় এক বিশেষ অবলম্বন। এখনকার নানা মিডিয়ার 'পিতৃ দিবস' উপলক্ষে বাবাকে নিয়ে যে হৈচৈ, সোরগোল বা বাবা চরিত্রের যে নানা চিত্রণ, বিশেষণ-বিশ্লেষণ এর ব্যবহার আমি আদৌ সে পর্যায়ের বাবা হতে পারিনি। মাঝেমাঝে এটা এখন আমায় ভাবায়, যখনই আমি এরকম পোস্ট দেখি। এটা স্বীকার করতে কোনও দ্বিধা নেই। আমার দু'জন সন্তান খুব খুবই সাধারণ ভাবে বেড়ে উঠেছে,তাদের কোনও চাওয়া-পাওয়া বা আবদার আমি সামান্যতম ও পূর্ণ করতে পারিনি। যেটুকু নেহাত প্রয়োজন  সেটুকুই দিয়েছি,সময়ে সেটাও পারিনি। এ নিয়ে তাদের কোনও বক্তব্য তখনও ছিল না,এখনও নেই। কিন্তু আমার বিবেক আমাকে সেটা কখনওই ভুলতে দেয় না।তাদের নিজস্ব মেধার ও যথাযথ মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব হয় নি। তাদের মেধাকে তাদের মতো করে ব্যবহার করে  যেটুকু আমার সাধ্যের কথা মাথায় রেখে ওরা সম্পন্ন করে আজ সেভাবেই প্রতিষ্ঠিত। আমার অক্ষমতার কারণেই আরও উচ্চ সুযোগের সদ্ব্যবহার করতে পারে নি। এদের আজ যে কৃতিত্ব তার পেছনে আমার অবদান যৎসামান্য ই।আমার সে কৃতিত্বের বাহবা নেওয়া মোটেই শোভা পায় না। বাস্তব এটাই যে এখনকার 'বাবা'র যে সংজ্ঞা তাতে আমি ব্যর্থ শুধু নয় সর্বৈব ব্যর্থ আর সেটা মেনে নিতে আমার কোনও দ্বিধা নেই।

No comments:

Post a Comment