স্মৃতির বিদ্যালয়
তিথি পাল
মন যেন এখন শুধুই স্মৃতিশালা
চেনা স্মৃতিগুলোর ভীড়ে হারিয়ে যায়
অচেনা অনেক স্মৃতি,
নিত্যনতুন আবেগ মনের মণিকোঠায়
তাই দেয় না আর দোলা ।।
পুরোনো স্মৃতিগুলি আকরে ধরেই
এখন বাঁচতে চায় এ মন,
জীবনে চলার পথে পাথেয় হিসেবে
সেই পুরোনো সুখ স্মৃতিকেই
বেছে নেয় এ জীবন ।।
মনের আঙিনায় ব্যাথাগুলো রয়ে যায়
ভুলবার পথ খুঁজে পায় না
একে একে জমা হয় মনের অন্ধকার আলয়ে,
হ্যাঁ, স্মৃতিগুলি যেন সুখস্মৃতি হবার
দীক্ষা নেবার সারিতে তাই
সারিবদ্ধ হয়ে দাঁড়ায়
স্মৃতির বিদ্যালয়ে।।
No comments:
Post a Comment