Friday, August 2, 2024




`নদীর পাড়ের পথ`

 

এ এক আজব রাস্তা 

সুশান্ত পাল

কতদিন কিছুই লিখিনি, সত্যি বলতে সেই ইচ্ছেটাই কেমন মুসরে গেছিলো, জীবন যে একেবারে সংকট পূর্ণ তাও কিন্তু নয় ওই ইদুর দৌড় আর কি, তবে আজকের বিষয়টা দেখে আর লোভ সামলাতে পারলাম না! জানেন আমরা যে গ্রামে থাকি তারই আসে পাশে কত সব অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর জায়গা আছে,, যেমন একটা নদীর শেষ নাকি শুরু এমন একটা জায়গা আছে আমারতো বেশ লাগে, সময় করে মাসে অন্তত একবার যাই,, অদ্ভুত ব্যাপার হলো ওই নদীর নাম কিন্ত মুজনাই, লোকে বলে আগে নাকী এই নদীর খুব দেমাগ ছিল,, ঘড়িয়াল ছিল, সিসু ছিল, কুমিরও নাকি দেখেছে, আমার পিসিতো বলে এই নালা গোছের নদীতে নাকি একসময় বাঘ এসে জল খেত, তবে আমি জানি ওসব আমার পিসির বাড়াবাড়ি, গল্পের প্লট ভালো করার জন্যে বলতো,  এই নদীর পাড়ের পথটা আমার ভীষন প্রিয়, যত দূর চোখ যায় খোলা একটা দিগন্ত, সারি সারি কলা গাছের জঙ্গল, পশ্চিম আকাশে সূর্যের লাল হয়ে ডুবে যাওয়া কতবার যে ওই একই স্থানে দাড়িয়ে দেখেছি সেটা বলা শক্ত, এব্র খেব্র মাটির রাস্তার দুপাশে ঘাসের আস্তরণ সন্ধার শিশির বিন্দুতে মৃদু স্নান করানো এটা অনুভব করতে ঠিক কতজন এখানে আসে সেটা আমার সত্যিই জানা নেই, যারা আসেন সবাই আসেন মাছ ধরতে না হয় নেশা করতে, যাইহোক প্রকৃতিকে নিতে গেলে আপনাকে ঠিক কতটা তৈরি হতে হবে সেটা কিন্তু সত্যিই ভাবার বিষয়,, যে রাস্তা আপনার কাছে স্বর্গের সেটা আরেকজনের কাছে কিছুই গুরুত্ব রাখে না, আসলে সে রাস্তা কারো কারো বিষাদের জায়গাও হতে পারে, আপনার কাছে যেটা অনেক গুরুত্বপূর্ণ আসলে সেটা দুনিয়া দেখে হাসে, মোদ্দা কথা আপনি শুধু আপনি, নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন|||

No comments:

Post a Comment