Sunday, September 1, 2024


 

তিলোত্তমার আর্তনাদ 
প্রাণেশ পাল 

এই শহরের ইট,কাঠ,পাথরের ক্লান্ত ডানায়
গোধূলির অস্তরাগে মুছে যায় দিনের দীর্ঘশ্বাস !
নিশি রাতের প্রতি পাতায় পাতায় ঝরে পড়ে
এই জীবনের বোবা কান্নার বেদনা !

এই জীবনের কত গল্প, কত উপন্যাস লেখা ছিল 
শহরের রাজপথে। রাজপথের অনন্ত রাত্রির 
ঝরা পাতার আলপনায় রক্তের তাজা দাগ !
এই শহরের বুকে-ই হল ইতিহাস লেখা 
তিলোত্তমার করুণ আর্তনাদে !
এই জীবনের অব্যক্ত চাওয়া পাওয়ার হিসেব মেটাতে
শত সহস্র তিলোত্তমা রাত জাগে এই শহরের রাজপথে !
বিষাদ-গ্রস্থ এই শহরের আকাশে বাতাসে 
ঝরে পড়ে তিলোত্তমার হৃদয় ভাঙ্গার বেদনা।

এই জীবনের অপূর্ণ ইচ্ছে অনিচ্ছে ভেসে গেল 
সপ্ত সিন্ধুর জলে,গঙ্গা, পদ্মায় ভেসে যায় 
শত বর্ণহীন দূর্গার কাঠামো !
এই জীবনের আবাহনের বিষন্ন সুরের মাঝে
সুর ভাসে ভাসানের মিছিলে --------
এই শহরের শত সহস্র দূর্গার হার না মানা কণ্ঠ 
বিচার চাই , বিচার চাই  , বিচার চাই !!

No comments:

Post a Comment