Sunday, September 1, 2024


 

ধূসর শহর
সম্মিলিতা দত্ত

এই শহরে রাত নামে গভীর জলের মতো,
এই শহরে থেকে যায় পুরোনো সব ক্ষত।
ব্যস্ত রাজপথ ও অচেনা মানুষের ভিড়ে,
কিছুতেই পাই না খুঁজে আমার আমিটিরে।

এই শহরে প্রেম নেই, নেই কোনো ভালোবাসা,
নদীর ধারের ঠান্ডা হাওয়ায় স্রোতের মতো ভাসা।
এই শহরে জীবন যেন রুক্ষ মরুভূমি,
এই শহরে সবাই ' আপনি ', কেউ নয়কো ' তুমি '।

বিষন্নতা খেলা করে ধুলোপড়া পাতায়,
স্মৃতিগুলো টোকা মারে মনখারাপের খাতায়।
সন্ধ্যে হলে রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলো,
কেউ বলে না তুলসীতলায় প্রদীপটা  জ্বালো।

এই শহরে নেই কোনো কথা বলার মানুষ, 
বাতাসেতে ভেসে বেড়ায় না-বলা কথার ফানুস।
জোৎস্নাময়ী রাতের দৃশ্য ধরা পড়ে না চোখে,
ছাদে উঠে রাতের আকাশে  তারা চেনাবো কাকে?

এই শহরে সর্ষে ক্ষেতে খেলে না তো কেউ আর,
কেউ বলে না হতে তার কবাডি পার্টনার।
সবুজ জীবন পাই না খুঁজে ইটপাথরের স্তুপে,
জীবন এখানে ধরা পড়ে কংক্রিটের রূপে।

No comments:

Post a Comment