নবদিগন্ত
সঞ্জয় সরকার
তাঁরা তারার দেশে,
রাত পোহায় আমাদের।
তাঁরা তারায় জ্বলছে,
আমরা দেখতে পারছি কই?
ইতিহাসের অন্ধকার কোনে
লুকিয়ে যাবে নাতো?
আবারও ডিবেট হবে,
বছর পরে; ঘোর চেঁচামেচি হট্টগোলে
কোনও সুবিধেলোভী
কোথাকার ছবি কোথায় ইম্পজে?
বদলে মত,পাল্টিবাজি কাকা তখন,,,
হায় হায় একি লজ্জার!!!
কুলোয় না মানবতার তুলা যন্ত্রে!!
চাই না,,,,,,,,,,
মানি না,,,,,,,,,,,,
চলতে দেওয়া যায় না,,,,,,, বীভৎস রেওয়াজ।
ব্যাষ্টির ক্ষণিক লভ্যতায় ভুলো না বন্ধু!
গর্জে মত্তে উন্মাদনায়
রুদ্র চন্ড রুপে অকাল কালবোশেখীর
আহ্বানে ব্রতী হও নওজোয়ান!
রণচন্ডী রূপে তুমিই পথ দেখাও ব্রতচারিণী!
উল্কাখন্ড নিয়ে আসো হে অতৃপ্ত আত্মা,
তোমার তড়িৎ স্পর্শে উজ্জীবিত হোক
চেতনার বজ্রমুষ্ঠি,, মুখে ফিরুক ভাষা প্রতিবাদের,,
জাগো জনার্দন
জাগো ভগ্নী,জননী,,,,,,
ঐ যুগান্তরের ধ্বনি
শুনি নতুনের বাণী
"জীবনেরই জয় হবে জানি"
No comments:
Post a Comment