Saturday, November 2, 2024


 

ঋতু ঋণ 

প্রতিভা পাল 


শীতের পদধ্বনি আজ ভোরের শিশিরে সাজে,

শ্রান্ত রোদের খামে যেমন হলুদ হেমন্ত !

মনের চিলেকোঠা, আবছা ক্রমশ স্মৃতির দুপুর

উদাস বিকেল উড়ে উড়ে যায় পাখির ডানায়

আনত আলোয় সিঁদুর-রাঙা আকাশ অস্তমিত ! 


সদ্য হারানো দিন সন্ধ্যা আঁকে গোধূলি ছুঁয়ে

ভূমিকা লেখে বিস্তৃত রাত চাঁদ-তারায়,

কুয়াশা-হাওয়ায় ভেসে ভেসে আসে 

আগামীর সুর, 

প্রদীপের শিখা স্তব্ধতা ভাঙে নিরন্তর, কত নিরাশার

ঋতু ঋণে শব্দরা চেনায় জীবন কবিতায়….

No comments:

Post a Comment