Saturday, November 2, 2024


 

মিথ্যে ভালো থাকার গল্প
 পক্ষিরাজ


আমার আমিকে খুঁজে পেলাম আজ এক বন্ধ জানলার সামনে 
যেখানে এসে পড়ছে শরতের কড়া অথচ স্নিগ্ধ রোদ্দুর।
প্রিয় শার্ট, কবিতার খাতা সব ছেড়ে 
সে হারিয়ে গেছিল বাস্তবতার মিথ্যে আস্ফালনে।
আজ হঠাৎ ফিরে এসে বসলো সেই পুরনো জানলার সামনে 
যেখানে এক সময় রাখা ছিল প্রচুর পিটুনিয়া ফুল
আজ সেগুলো শুকনো হয়ে রং হারিয়েছে। 
রং হারিয়েছে সে ও! 
নুতুনের অপেক্ষায় বসে থাকা 
ঘুলঘুলিতে গান গাওয়া  
সেই চড়াই ও আজ মৃত।
তার স্মৃতি স্বরূপ দিয়ে গেলো তিনটে রঙিন পালকও ....
তার লেখনীও আজ অগোছালো 
তাতে রয়েছে শুধুই ভালো থাকার মিথ্যে গল্প।
তার জীবনটাও আজ ছন্নছাড়া 
তাতে রয়েছে খালি প্রতি মুহুর্তে বাস্তব সত্যের কড়া প্রতিঘাত.....

No comments:

Post a Comment