বিচার চাই
পাঞ্চালী দে চক্রবর্তী
বড়ো হওয়া অনেক সহজ,মানুষ হওয়া কঠিন
কারণ মানুষ যে আজ হয়ে গেছে মনুষ্যত্ববিহীন।
অন্যায় করতে ভয় লাগে না,কেউ অন্যায় জেনে গেলে রাগ
মেয়ে হলে তো নির্বিচারে লাগিয়ে দেবে দাগ।
মেরুদন্ড সোজা রেখে এক লেডি ডাক্তার করেছিল অন্যায়ের প্রতিবাদ
নৃশংসভাবে তাকে হত্যা করেছিল কিছু অমানুষ উন্মাদ ।
শাসকের স্তাবক কিছু ডাক্তর দদাগিরি করেছিল
মেরুদন্ডধারী কিছু ডাক্তার এদের দুর্নীতি ধরিয়ে দিল।
রাজ্য জুরে ঘোর প্রতিবাদ ,পুলিশ মহলে বদল
রাস্তা জুরে প্রতিকার চেয়ে নেমেছি মোরা সদল।
হোক প্রতিবাদ,আওয়াজ তোলো,গর্জে ওঠো সবাই
নির্যাতিতার হত্যাকারী মৃত্যুদন্ডে হোক জবাই।
অর্থলোভী নরপিশাচেরা লাশকে দেয় না ছাড়
ডাক্তার বলে এদের প্রতি সম্মান জন্মাবে বলো কার?
অমানুষদের জানাই মোরা ধিক ধিক ধিক্কার
উৎসবে মোরা মাতব সেদিন,যেদিন পাব বিচার।
No comments:
Post a Comment