জীবন যেন রোদেলা সকাল
মনোমিতা চক্রবর্তী
সম্পর্কগুলো কেন যেন আজ বড় গতিহারা মনে হয়,
যেন ঝরাপাতার নিঃশব্দ আর্তনাদ!
কোনো এক ধূসর বিকেলে
একবুক যন্ত্রণা নিয়ে যখন উড়ে যায় পাখি,
মনে হয় শরতের শিশির মেখে
কিংবা হেমন্তের হিমেল গাঢ় অন্ধকারে
নিঃশব্দে ঝরে পড়ে এক ফোঁটা জল আঁখির ।
চিরকাল আশাবাদী,তাই বুঝি স্বপ্ন দেখে এ মন
সরে যাবে ধূসর মেঘ, কেটে যাবে এই দ্রোহকাল।
নিশ্চই একদিন গাঢ় আঁধার পেড়িয়ে
ফিরে আসবে আবার এক মুঠো রোদেলা সকাল।
No comments:
Post a Comment