স্বপ্নাভিসার
আকাশলীনা ঢোল
শরৎ-রাস আসন্ন প্রায়,
কিন্তু তার অনেক আগেই
কোনও এক শারদীয়া ভোরে বুঝি
ঘটে গেল স্বপ্নাভিসার -
আচমকাই নগরের প্রান্তে
উপনীত হল এক বনময়ূর,
অকাল বর্ষণে নৃত্যের তালে তালে
পেখম থেকে ছড়িয়ে দিতে
লাগল অসংখ্য নীল -সবুজে
রঙা পালক,
অসংখ্যের থেকে একটি কেবল
কুড়িয়ে নিয়েছিল কিশোরীটি,
উপাস্য দেবতার মুকুট গড়বে বলে।
যেই না দেবতা করলে মুকুট পরিধান -
শহর জুড়ে অমনি হঠাৎ, মহোৎসব,
মন্দিরে মন্দিরে প্রেম -আরতি,
চিরমিলনের অকালবোধন,
মিলন পর্বের ফুল বিতরণ করা
হল মুসলমানীর হাতে -
এমন মহামিলনের রাস কিশোরী
স্বচক্ষে দেখেনি আগে,
হোক না স্বপ্ন, ব্যর্থ হয়নি তবু অভিসার,
শারদীয়া সেই ভোরে, কিশোরীর হৃদয়খানি
স্পর্শ করেছে, লোকোত্তরের ডাক।
যাঁর উপাসনা সে করে এসেছে এতকাল,
সেই মন্দিরে বুঝি সত্যই ঘটেছে,
পরমাত্মার অপ্রত্যাশিত অভিসার।
No comments:
Post a Comment