Thursday, April 3, 2025


 

পুতুলনাচের বাকিকথা
       তন্ময় ধর 


সুতোর এক অদৃশ্য টানে 
       পুতুলটি উধাও হল আমার সামনে 
নেভানো অডিটোরিয়ামের হাওয়া 
      ভেদ করল আমার দেহবোধ
 
দর্শকাসনের সর্বকনিষ্ঠ ছারপোকাটি 
     আমায় কামড়ে দিল 

আমার রক্তের নির্মমতা 
    প্রশ্নের বাইরে নিয়ে গিয়ে 
       সাজ আর সংলাপ বদলে দিল 

তারপর

তারপর বহুদূর শোকেসের ভেত‍র ঘুমিয়ে
   কথা না-বলতে শিখলাম  

আরো দূরে কোথাও একটি ঘোষণা শেষ হল।।

No comments:

Post a Comment