Thursday, April 3, 2025


 

জোৎস্না 
শাশ্বত ভট্টাচার্য 

১. 

জোৎস্না তুমি আমাকে ভালোবাসোনা.
কেনো?
আমি রোদে দাঁড়িয়ে থাকি..
২.
রোদ 
তুমি চশমা পড়া ছেড়ে দাও
তোমাকে কালো দেখায়।
৩.
পূর্ণিমা তুই অনেক ফর্সা
অমাবস্যা কে আমরা আলিঙ্গন করি,
অন্ধকারে বেশি প্রেম হয়।।

No comments:

Post a Comment