আশ্রয়
অর্পিতা মুখার্জী
জীবনের সমস্ত পাওয়া-না পাওয়ার
গোলমেলে হিসেব গুলো
কোনো এক অজানা কারণ হয়ে
নিঃসার্থে দেওয়ার কাছে আশ্রিত থাকে।
কিছু অস্পৃশ্যসম অদৃশ্য দাতারা কখনও
কর্মের ক্লান্তিতে ফুরিয়ে যায় না...
দেওয়ার শেষে হিসেবের খাতা বন্ধ করে...
চোখের পাতায় ডেকে নেয় নীরবতাকে।
প্রতিটি ব্যর্থতাভরা দিনের প্রচেষ্টাগুলো
প্রশ্নোত্তরহীন এক অন্তিম বিরতি চায়-
আঁধারঘেরা রাতের সান্নিধ্যে এসে
খুঁজে নেয় একান্ত নির্জনতা।
প্রতিটি নতুন উদীয়মান ভোরের আলো যেন
হারিয়ে যাওয়া স্বপ্নপথের সবুজ দিশা হয়ে ওঠে,
ভেঙে যাওয়া আশাগুলো জুড়ে দিয়ে
হয়ে ওঠে নতুন উদ্যমের প্রেরনাদাতা।
জীবনের পালাবদলের প্রতিটি সন্ধিক্ষনের
অমূল্য সাক্ষী হয়ে থেকে যাওয়া
গুটিকয়েক সোনালী মুহুর্তযাপনের স্মৃতির কাছে
মন বেঁচে থাকার আশ্রয় খুঁজে চলে বারবার...
পরম সেই মুহুর্ত বিজড়িত অনুমেয় চরিত্রগুলোই
কখন যেন ধীরে ধীরে আপন ছায়ার মত
হয়ে ওঠে একমাত্র এবং অন্তিম আশ্রয়দাতা।
No comments:
Post a Comment