Friday, May 2, 2025


 

লক্ষ্য 
জনা বন্দ্যোপাধ্যায়

বৈশাখী উৎসব এসে গেছে !
এবার আদিবাসী গ্রামের মেয়ে 
বউদের প্রস্তুতি সেরকম নেই!
বাস্তুহারার ভয়ে সবাই গড়ে 
জোটবদ্ধ প্রতিবাদ!
মাথার ছাদই যদি না রইল 
উৎসবের কি মূল্য!
বাতাসে দূষণের ইঙ্গিত 
উপেক্ষা করে চলে সরকারী 
জঙ্গল কাটার উদ্যোগ!
কয়লা খনি খোঁড়া হলে 
কাজ পাবার আশ্বাসে 
কিছু লোভীর মন ওঠে নেচে!
অন্যরা তাদের বোঝায় 
সবই ষড়যন্ত্র!
গাঁয়ের মোড়লের নেতৃত্বে 
সকলে গলা মেলায়!
এবার বৈশাখকে তারা বরণ 
করে নেবে নিজেদের পরিবেশ 
ও গৃহরক্ষার শর্তে!
উৎসব হবে সতর্ক জনগণের 
সংহতির লক্ষ্যে!

উৎসবের দিন যত বেশী মাদলের 
তাল বাজে, সরকারী তৎপরতা তত বাড়ে!
শাল মহুয়ার পাতায় পাতায় 
আদিবাসীদের অনুভূতি ছড়িয়ে আছে!
জঙ্গলের গভীরে  সম্মোহিত 
আদিম পরিবেশ ঘিরে 
সরকারী ব্যস্ততা! এক অবুঝ কিশোরী 
 তার বাবাকে বলে," গাছ, মাটি কেটে 
লেবে যারা, তুমি আগেই তাদের মাথাটো উড়াইয়ে দাও! 
এতে পাপ হবেক লাই! মাটি বাঁচালে 
আশীর্বাদ জুটবে!" 
বাপ মেয়ে দুজনেই ছল ছল চোখে চায়!
 দুপুরে ঝড় ওঠে!
মাটি ঢেকে যায় পাতায়! ধুলোর গাঢ় আবরণ
যেন আজ জঙ্গল, মাটির পরিত্রাতা!

No comments:

Post a Comment