নতুন ভোর
প্রাণেশ পাল
বর্ষশেষের তপ্ত দহন
বাঙালি খোঁজে শান্ত ছায়া,
গাঁয়ের ওই কৃষক বধূ,শ্রমিক মেয়ে,
বর্ষশেষের হিসেব কি আর রাখে ?
পথের ধারে করিম চাচা, কমলা মাসি,
নতুন বছরে কি এসে যায় !
লাঞ্ছিত, নিপীড়িত, ধর্ষিত মেয়েটি
নতুন পোশাকে কি ঢাকবে ?
কালবোশেখীর হঠাৎ ঝড়,ক্রমশ অস্পষ্ট
কর্মসংস্থান,সুখী গৃহকোণ !
অনিশ্চয়তার চাদরে জীবন, জীবিকা,
রাজপথে অনশন, অবস্থানে যোগ্য,অযোগ্য !
মানুষ হাঁটছে ধর্মের মিছিলে
স্বার্থান্বেষী ধর্মগুরুর হাতে সমাজের ভবিষ্যত,
শিক্ষা,স্বাস্থ্য,উন্নয়ন,কর্মসং স্থানের মিছিল
মন্দির,মসজিদ,গীর্জা,গুরুদ্বার অভিমুখে !
প্রতিবেশীর বর্ণহীন রক্তে মানুষের উল্লাস,
রাজনীতির মায়াজালে আবদ্ধ সমাজ,সভ্যতা,ভবিষ্যত !
বর্ষবরণের নতুন ভোরে খুঁজি
আমাদের বিবেক,মনুষ্যত্ব,চেতনা,
মানুষের হাতে হাত রেখে মানুষের মিছিল
খুঁজে ফিরি নতুন বছরের নতুন ভোর !
No comments:
Post a Comment