কাঁদে প্রহ্লাদ
আশুতোষ বর্মন
সব কিছু সরে গেলে
পরে থাকি বিন্দুতে।
আমার হাজার ভুলে
সব জল শেষ হলো
গালেরই রক্ত ধুতে।
আমারই তীব্র ভুলে
বিশ্বাস স্তম্ভ ভাঙে
তীক্ষ্ণ নখর তুলে
নৃসিংহ হয়ে উঠি
নিজেরই বক্ষ চিড়ে
সত্যের জানুতে।
সন্দেহ কুড়ে খায়
বধ করে সে আমায়
বেদনা রক্তপাত
বিশ্বাস প্রহ্লাদ
অসহায় কেঁদে যায়
অসহায় কেঁদে যায়
No comments:
Post a Comment