বর্তমান পরিস্থিতি
পাঞ্চালী দে চক্রবর্তী
চারদিকেতে দেখছি যে আজ প্রবল হৈ-চৈ,
এই অসময়ে সৎ মানুষেরা চলে গেলেন কৈ?
মূল্যবোধের অবক্ষয়ে জীবন টালমাটাল ,
প্রতিকূল পরিস্হিতিতে জীবন আর চলবে কত কাল?
মুখোশধারীর ছলা -কলায় বিপদ বাড়ছে রোজ—
সৎ মানুষকে জড়ো করতে চলছে তারই খোঁজ।
শিক্ষা-দীক্ষা,ন্যায় -নীতি দিয়ে বিসর্জন ,
অসৎ পথে অর্থ অনেক করেছি উপার্জন।
মান সম্পর্কে হুঁশ নেই আমার -আমি আবার মানুষ !
মূল্যবোধকে উড়িয়ে দিয়েছি ভরে দিপালী রাতের ফানুস ।
যাকে তাকে যখন তখন দিতে পারি লাথি-
দুর্নীতি বাজ গুন্ডাগুলোই এখন আমার সাথী ।
ঠগবাজ ,প্রতারকদের পাতা সেসব ফাঁদে,
অমূল্যধন হারিয়ে মানুষ আজ পথে বসে কাঁদে।
সততা আর পরিশ্রমের মূল্য যদি চাও—
মেরুদন্ড সোজা রেখে নিজের কাজটি করে যাও।
দুর্নীতি তে জর্জরিত জীবন যখন ক্লান্ত,
ন্যায়ের কথা মাথায় রেখো,জীবন হবে শান্ত।
No comments:
Post a Comment