Friday, May 2, 2025


 

নতুন বছরের অঙ্গীকার

কবিতা বণিক 


নতুন বছর নতুন ভাবে শুরুর হোক অঙ্গীকার।
দুঃখ-বেদনা হতাশার চিহ্ন মোছার হোক অঙ্গীকার।
সোহাগী আদর স্নেহস্পর্শে আগলানোর হোক অঙ্গীকার।
রঙিন জীবন আলোয় ভরা জীবনের হোক অঙ্গীকার।
শিশু বৃদ্ধ বৃদ্ধাদের যন্ত্রণা লাঘবের হোক অঙ্গীকার।
সুস্থ মানসিকতা সুস্থ পরিবেশ রক্ষার হোক অঙ্গীকার।
আমরা নদী গাছপালা মাটিকে রক্ষার করছি অঙ্গীকার।

No comments:

Post a Comment